পিরোজপুরে ৭.৭৫ মেগাওয়াটের লোডশেডিং

পিরোজপুরে ৭.৭৫ মেগাওয়াটের লোডশেডিং

ডিজেলে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করে গত ১৯ জুলাই থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ে গেছে দেশ। দিনে এক থেকে দেড় ঘণ্টা, কোথাও কোথাও দুই ঘণ্টা লোডশেডিং হওয়ার কথা রয়েছে। তারই ধারাবাহিকতায় বরিশালের পিরোজপুর জেলায় বিদুৎ উপকেন্দ্রর ৫ টি এলাকায় সম্ভব্য লোডশেডিং এর সূচি প্রকাশ করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর অফিসিয়াল ওয়েবসাইঠ। যেখানে ম্ভাব্য লোড শেডিংয়ের মোট পরিমাণ ধরা হয়েছে ৭.৭৫ মেগাওয়াট।

সম্ভব্য  লোডশেডিং তালিকায় দেখা যায়, দপ্তরের নাম ‘পিরোজপুর বিদুৎ সরবারহ’ যার লোড দেখানো হয়েছে ৭ দশমিক ৭৫ ভাগ মেগা ওয়াট বিদুৎ। যেখানে ৫ টি ফিডারে সূচি ভাগ করেছে। তার মধ্যে পিরোজপুরের নামাজপুর ০.৫০ মে:ও:, টাউন ২.০০ মে: ও:, পানি সাপ্লাই ১.৫০ মে: ও:, পুলিশ লাইন ১.৭৫ মে: ও: এবং সার্কিট হাউজ ০.৭০ মে: ও: রয়েছে।

পিরোজপুরের কখন কোথায় লোড শেডিং- নামাজপুর কেন্দ্র এলাকায় দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত এবং রাত ৯টা থেকে ১০ টা পর্যন্ত। টাউন কেন্দ্র এলাকায় দুপুর ২ টা থেকে ৩ টা পর্যন্ত এবং রাত ১০ টা থেকে ১১ টা পর্যন্ত। পানি সাপ্লাই কেন্দ্র এলাকয় বিকাল ৩ থেকে ৪টা এবং রাত ১১ টা থেকে ১২ টা পর্যন্ত। পুলিশ লাইন কেন্দ্র এলাকায় সকাল ৮ টা থেকে ৯ টা এবং বিকাল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত। সার্কিট হাউজ কেন্দ্র এলাকায় সকাল ৯ টা থেকে ১০ টা এবং বিকাল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত।

এছাড়া বরিশাল বিভাগের অনান্য এলাকার লোডশেডিং এর ব্যপারে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এখনও কোন তথ্য জানায়নি। তবে অঘোশিত ভাবে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার পর থেকে ৯ টা পর্যন্ত সদর  রোড, লাকুটিয়া সড়ক সহ বররিশাল নগরীরর বিভিন্ন স্থানে ৩০ থেকে ২৫ মিনিট বিদুৎ সংযোগ বন্ধ ছিলো। এছাড়া দিনের বেলায় নগরীরর বিভিন্ন স্থানে ৫ থেকে ১০ মিনিটের লোড শেডিং লক্ষ্য করা যায়।

এর আগে গত সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, মুখ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওই সভায় জানানো হয়, মসজিদে এসি ব্যবহার না করার সিদ্ধান্ত হয়েছে। রাত ৮টার পর বন্ধ থাকবে দোকানপাট, শপিংমল। সরকারি-বেসরকারি সব অফিসের বৈঠক ভার্চুয়ালি করার সিদ্ধান্ত হয়েছে।